মাত্র ২ সপ্তাহের চেষ্টায় ফ্রিল্যান্সিং জীবনে কি হতে পারে?

মাত্র ২ সপ্তাহের চেষ্টায় ফ্রিল্যান্সিং জীবনে কি হতে পারে?

প্রথম কথা হলো, দুই সপ্তাহ কম সময় না। দৈনিক সর্বনিম্ম ১০ ঘন্টা করে ধরলে ১৪০ ঘন্টা। ভালো হবে ১৫ ঘন্টা করে ধরলে ২১০ ঘন্টা। বিশাল ব্যাপার!

Freelancing tips


খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো যা আমার জীবন বদলে দিবে। যা নিয়ে আমি দুশ্চিন্তা করছি। যা নিয়ে আমি কাজ শুরু করতে পারছি না।


১. আমি কি ফ্রিল্যান্সার হতে পারবো?

২. আমাকে দিয়ে কি প্রযুক্তি ব্যবসা হবে?

৩. আমি কি কোন স্কিলে ভালো করতে হবে?

৪. আমি কি মার্কেটপ্লেসে ভালো করতে পারবো?

৫. আমি কি অনলাইনে ভালো জব পাবো?

৬. আমাকে দিয়ে কি ডিজাইন বা সৃষ্টিশীল কাজ হবে?

৭. আমাকে দিয়ে কি প্রোগ্রামিং হবে?

৮. আমাকে দিয়ে হাইটেক কোন কাজ হবে?

৯. আমি কি লেখক/কপিরাইটার হতে পারবো?

১০. আমি কি ডিজিটাল মার্কেটিং এ ভালো করতে পারবো?


আচ্ছা কিভাবে এই দুই সপ্তাহ কাটাবো?

যাদের কম্পিউটার আছে তাদের জন্য। (যাদের কম্পিউটার নেই, কিনতে হবে টাকা নেই তাদের গাইডলাইন এর পর থাকবে)


১. যেকোন একটা স্কিল নিয়ে ইউটিউবে সার্চ দিবো। ওখান থেকে প্রথম দিকের সেরা ভিডিওগুলো সিলেক্ট করবো।


২. প্রাকটিস সহ ভিডিওগুলো দেখবো। প্লাস ভালো চ্যানেলগুলোর অন্য ভিডিওগুলোও দেখবো। দিনে ৭ ঘন্টা


৩. ঐ স্কিলের সাথে সম্পর্ক আছে এমন ফেসবুক বা লিংকডিন গ্রুপ সিলেক্ট করবো। ব্যবসা বা ফ্রিল্যান্সিং গ্রুপ।

ওখানে থাকা সফল মানুষদের পোস্ট কমেন্ট করবো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ২ ঘন্টা।


৪. আমার কাজ সংশ্লিষ্ট কিছু কিছু মানুষ, যারা আমার ক্লায়েন্ট/মেন্টর/সহকর্মী/পার্টনার হতে পারবে।

 দেশে অথবা বিদেশে। 

তাদের সাথে ইনবক্সে কথা বলার চেষ্টা করবো: ১ ঘন্টা।


ব্যাস, দুই সপ্তাহ পর নিজের কাজের রেজাল্ট দেখে নিজেই মুগ্ধ হয়ে যাবেন। 

যেকোন বোকা, চালাক, চতুর ,অলস, দূর্ভাগা সবার জন্য কার্যকর এই থিওরী।


যাদের কম্পিউটার নেই, কিনতে হবে কিন্তু টাকা নেই। তাদের জন্য জব ম্যানেজ করার গাইডলাইন দরকার হলে বলবেন। নেক্সট পোস্টে দেয়ার চেষ্টা করবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url