Google Trends কি? কিভাবে Google Trends ব্যবহার করবেন?

হ্যালো,, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে গুগল Trends কি? এবং Google trends কি? কি ভাবে Google trends কাজ করে?

Google Trends কি? কিভাবে Google Trends ব্যবহার করবেন?


Google Trends হচ্ছে গুগল এর নতুন ধরনের একটি ফিচার, যেখানে গুগল জনপ্রিয় টপিক, কিওয়ার্ড বা কন্টেন্টগুলোর তালিকা প্রকাশ করা হয় র্যাঙ্ক সহকারে।

 যদি আপনারা অনলাইন গবেষক হোন, কোন প্রকাশক বা ব্লগ রাইটার হয়ে থাকেন, তাহলে হয়তো আপনার এ সম্বন্ধে ধারণা থাকতে পারে। le Trends এর সম্বন্ধে জানার জন্যে আমাদের আজকের সম্পূর্ণ পোস্ট পড়ুন এবং তারপর সিদ্ধান্ত নিন যে এটি আপনার ব্যবহার উপযোগী কিনা। আসুন আর কথা না বাড়িয়ে, মূল আলোচনা শুরু করা যাক। 

Google Trends  কি?

Google Trends হচ্ছে গুগলের অধীনস্থ একটি পারিসংখ্যানিক ওয়েবসাইট, যেখানে গুগলের মাধ্যমে যেকোনো সাইটের সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা যেতে পারে। মূলত, কোনো কিওয়ার্ড কতবার গুগলের মাধ্যমে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সার্চ করা হয়েছে, এই তথ্যটিই Google Trends বের করে থাকে। যেমন- ধরে নিন, আমি গুগল ট্রেন্ডস সাইটে গিয়ে সার্চবারে সার্চ করলাম, "Fake nid Card Maker"। এখন গুগল ব্যবহার করে গত ১ মাসে কতবার সার্চ করা হয়েছে, তার পারিসংখ্যানিক তথ্য আমার কাছে চলে আসবে। তবে আমি চাইলে এখানে সময়সীমা বাড়াতে বা কমাতে পারবো। আমি চাইলে ১ দিনের সার্চ রেজাল্ট বের করতেও পারবো আবার চাইলে, ১ সপ্তাহ বা ১ বছরের তথ্যও বের করা সম্ভব।

গুগল ট্রেন্ডস এর গুরুত্ব কি? 

যেকোনো অনলাইন ভিত্তিক ব্যবসায়ী, ব্লগ মালিক, বিজ্ঞপ্তি ম্যানেজার বা প্রকাশকের, গুগল ট্রেন্ডস ব্যবহার করার দরকার হয়ে থাকে সবচেয়ে বেশি। কারণ, যারা প্রতিনিয়ত অনলাইনে বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করেন, অনলাইন বিজনেস করেন বা ব্লগ পরিচালনা করেন, তারা অবশ্যই চান যেনো তাদের কন্টেন্ট, সার্ভিস বা পণ্য সবার কাছে বেশি পৌছাক ও জনপ্রিয়তা পাক। আর এর জন্য তাদের প্রয়োজন হয় সবচেয়ে সেরা কিওয়ার্ডগুলোর, যেগুলো ব্যবহার করে তারা কন্টেন্ট মার্কেটিং করলে বেশি ফল পাবেন। গুগল ট্রেন্ডস এর কাজই মূলত এটি, আপনি যখন কোনো শব্দ এখানে সার্চ করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবেই এখানে ওই শব্দের আশপাশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল সার্চকৃত কিওয়ার্ডগুলো আপনার সাজেশনে চলে আসবে এবং আপনি এগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসেই। আর ভেবে দেখুন, যদি আপনি চিহ্নিত করতে পারেন যে, মানুষ কোন ধরনের কিওয়ার্ড বেশি ব্যবহার করে, কোন ধরনের কন্টেন্ট বা পণ্য পছন্দ করে, তাহলে আপনি সহজেই সেইরকম কৌশল ব্যবহার করে আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে আপনার পণ্য, ব্লগ বা কন্টেন্ট, যেটাই আপনার লক্ষ্য হোক না কেনো, জনপ্রিয়তা পেতে সময় লাগবেনা। তবে এই কাজটি মুখে বলার মতোই সহজ নিশ্চয়ই হবেনা। এর জন্য আপনাকে অবশ্যই কঠিন পরিশ্রম করেই ফলাফল নিশ্চিত করতে হবে। 

Google Trends ব্যবহার করার নির্দেশনা:

Google Trends ব্যবহার করে আপনি অনলাইন কার্যক্রমে সফল হতে পারবেন। কিন্তু হাতে কলমে বোঝানো বা সবচেয়ে সুন্দর উদাহরণ আপনাদের সামনে তুলে ধরাটা আমার দায়িত্ব। তাই আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা গুগল ট্রেন্ডস ব্যবহার করে জনপ্রিয় কিওয়ার্ড বা ট্রেন্ডগুলো সম্বন্ধে জানবেন এবং সেগুলো ব্যবহার করে সফল হতে পারবেন। 

ধাপ ১ঃ প্রথমে Google গিয়ে Search করবেন Google trends ঠিক নিচের ছবিটির মতো আসবেঃ

google trends
উপরে ছবি টি আসাার Google trends website  ক্লিক যাবেন। নিচের ছবিটির মতো আসবে। 
keyword research


উপরের ছবিটির মতো আসার পর আপনি মনে করে  keyword লিখে সার্চ করবেন। ঠিক নিচের ছবিটির মতো আসবে।
Keywords Compare


উপরে ছবি টির মতো আসার পর Keywords Compare করার জন্য Compare option ক্লিক করবেন। ক্লিক করার পর keywords Comapre মধ্যে আপনি পাথক্য দেখতে পাবেন। ঠিক নিচের ছবিটির মতো
Google trends keywords compare


এভাবে keywords ideas নিবেন। 


Real Time Search Trends অনুসরণ করুনঃ

Real Time Search Trends অনুসরণ করে, আপনি খুব সহজেই জানতে পারবেন যে, আপনার দেশ বা এরিয়াতে, কোন কিওয়ার্ডগুলো এখন সবচেয়ে জনপ্রিয় এবং কতবার মানুষ এগুলো সার্চ করেছে। আপনাকে এই ফলাফল বের করার জন্য, গুগল ট্রেন্ডস এর উপরের রাইট কর্নার থেকে, আপনার দেশ সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি এখানে ফলাফল হিসাবে, প্রতিদিনের সার্চ র্যাঙ্ক দেখতে পাবেন, অথবা আপনি যদি ট্রেন্ডিং বা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কিওয়ার্ডগুলো দেখতে চান, সেটাও এখানে দেখতে পারবেন। এখানে অবশ্যই আপনার রিজিওন বা দেশ সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, তবে সব দেশ এখনো গুগল ট্রেন্ডসের অধীনে নয়, তাই সকল দেশ আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না, যদি এমনটাই হয়ে থাকে, তাহলে গ্লোবাল রেজাল্ট সিলেক্ট করবেন। এভাবে আপনি কোনো দেশ বা এরিয়ার সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ডিং কিওয়ার্ড বা দৈনিকভাবে কিওয়ার্ড র্যাঙ্ক দেখতে পাবেন। 

Keyword Comparison করুনঃ

গুগল ট্রেন্ডসে এ আপনি আপনার নিজের কিওয়ার্ড এর সাথে অন্য কিওয়ার্ড বা অন্য দুইটি বা ততোধিক কিওয়ার্ড এর তুলনা করতে পারবেন। এটি হচ্ছে গুগল ট্রেন্ডস এর অন্যতম সেরা একটি ফিচার যেটা আপনার অবশ্যই ব্যবহার করে দেখা উচিত। আপনি যদি আপনার ব্র্যান্ড, কন্টেন্ট বা পণ্য জনপ্রিয় করে তুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্যান্য কিওয়ার্ড এর সাথে আপনার কিওয়ার্ড তুলনা করার প্রয়োজন পড়বে। কারণ তুলনা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিওয়ার্ড এর অবস্থান মার্কেটে কিরকম আর কিভাবে টার্গেট করলে আপনি আপনার ব্র্যান্ড বাজারে প্রচলিত করে তুলতে পারবেন। গুগল ট্রেন্ডসে আপনি খুব সহজেই, সার্চ করে ২ বা ততোধিক কিওয়ার্ড এর তুলনা করতে পারবেন তাও সুন্দর গ্রাফ চার্টের মাধ্যমে। গ্রাফ চার্ট আপনাকে একটি সুন্দর ধারণা দিতে পারবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌছাতে সহায়তা করবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url