লো ভ্যালু কন্টেন্ট সমস্যার সমাধান 2022 | Google Low Value Content 2022
বর্তমান বিশ্বের সেরা বিজ্ঞাপন নেটওয়ার্কের মধ্যে একটি গুগল এডসেন্স। গুগল এডসেন্স এপ্রুভ পাওয়া সোনার হরিনের মতোই। আমাদের মধ্যে যাদের একটি ব্লগার সাইট বা ওয়েবসাইট আছে তারা সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল এডস্রন্সের জন্য আবেদন করে থাকি। যাদের ভাগ্য ভাল এবং যাদের সব কিছু ঠিক থাকে তাদের অনেকেই খুব সহজেই গুগল এডসেন্স এপ্রুভাল পেয়ে যায়। কিন্তু এডসেন্সের জন্য আবেদন করলে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই approve করেনা আর কারন দেখায় low value content দেখায়। আজকে আমরা আলোচনা করব সাইটে কি ধরনের সমস্যা থাকলে লো ভ্যালু কন্টেন্ট দেখায় এবং Low Value content সমস্যার কিভাবে সমাধান করা যায়। আমরা আরো আলোচনা করব কোন কোন ধরনের সাইটে কত গুলো পোস্ট থাকার পর AdSense আবেদন করলে approval পাওয়া যাবে।
বর্তমানে এডসেন্সকে অনেকেই মিস ইউস করছে। তাই এডসেন্স দিন দিন অনেক কঠোর হয়ে যাচ্ছে। আর নিত্য নতুন নতুন নিয়ম পরিবর্তন করছে। যার কারনে এডসেন্স এপ্রুভ(approve) পাওয়াও আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে।
আপনারও কি AdSense আবেদন করার পরে এমন কারন দেখাছে। তাহলে ভয় পাবেন না, কারন এর অর্থ এই নয় যে আপমি আর কোনদিন AdSense পআবেন না। অনেকেই এই সমস্যা খুব অল্প সময়েই সমাধান করতে পারে আবার অনেকের দির্ঘ সময় লেগে যায়।
লো ভ্যালু কন্টেন্ট কি?
লো ভ্যালু কন্টেন্ট হলো এমন আপনার সাইটের এমন আর্টিকেল যা গুগলের কাছে মুল্যহীন বা গুগলে কম সার্চ হয় এমন কন্টেন্ট। গুগল চায় নতুনত্ত্ব বা নতুন কোন বিষয়ে লেখা বা এমন আর্টিকেল যার গুগলে সার্চ ভলিউম অনেক বেশি।
চলুন আমরা দেখে নেই, কেন এডসেন্স এ আবেদন করার পর আমাদের এডসেন্স রিজেক্ট করে দেয় আর কারন দেখায় Low Value content. এর মানে দাঁড়ায় আমাদের সাইটে যে পোস্ট গুলো রয়েছে। তা গুগলের কাছে এর মুল্য কম বা মুল্য নেই বললেই চলে। এর জন্য আপনাকে যা করতে হবে।
১। একই টাইটেল দেয়া।
পোস্টে টাইটেল লেখার সময় গুগলে সার্চ করে সঠিক ও মানসম্মত একটি টাইটেল দিতে হবে।
২। সঠিক search description দেয়া।
সার্চ ডিসক্রিপশনে সঠিক তথ্য দিয়ে সাজাতে হবে।
৩। নিয়মিত পোস্ট না লেখা।
অনিয়মিত দোকান খুলেও কিন্তু লাভ নেই। কাস্টমার অন্য দোকানে চলে যাবে। তেমনি সাইটে নিয়মিত আর্টিকেল পাবলিশ করতে হবে।
৪। কিওয়ার্ড রিচার্জ না করে পোস্ট লেখা।
পোস্ট লেখার সময় কি ওয়ার্ড রিচার্চ করে লিখতে হবে।
৫। কমপক্ষে ৫০০ ওয়ার্ডের নিচে পোস্ট লেখা।
সব সময় চেষ্টা করবেন ১০০০ ওয়ার্ডের আশেপাশে আর্টিকেল লেখার জন্য
৬। পর্যাপ্ত পফিমান আর্টিকেল সাইটে না থাকা।
গুগলে আবেদন করার আগে সাইটে অন্তত ৩০-৪০ টি পোস্ট করা চেষ্ট করবেন।
৭। পোস্ট বিভিন্ন সাইটে শেয়ার না করা।
পোস্ট শেয়ার করার পর তা বিভিন্ম সোশ্যাল সাইটে শেয়ার করে ভিজিট্র জেনারেট করতে হবে।
৮। গুগল সার্চ কনসোলে ইনডেক্স না করা।
AdSense এর জন্য আবেদন করার পূর্বে চেষ্টা করবেন যেন সব কটি পোস্টিই যেন গুগলে ইনডেক্স থাকে। অন্তত ৩০-৪০ টা পোস্ট গুগলে ইনডেক্স হওয়ার এডসেন্সের জন্য আবেদন করবেন।
আপনার সাইটে তথ্যবহুল এমন কিছু আর্টিকেল পোস্ট করুন যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয় এবং যা পড়ে একজন ইউজার খুবই উপকৃত হয়। তাহলেই একজন ইউজার আপনার সাইটে বারবার আসবে, অন্যথায় আসবে না। আর নিয়মিত সাইটে ভিজিটর আসলে খুব দহজেই AdSense পেয়ে যাবেন।
আপনার সাইটে ইউজারদের জন্য ভালমানের কন্টেন্ট দিতে হবে। আপনি টসিটেল থাম্বনেইলে লিখলেন একটা আর ভিতরে পোস্ট অন্য বিষয়ে দেখাচ্ছে এমন হলে হবে না। আপনার সাইট ইউজার এক্সপিরিয়েন্স ভাল হতে হবে।
Adsense পেতে হলে সাইটে কমপক্ষে ৩০-৪০ টি পোস্ট থাকা দরকার। অনেকেই ৮-১০ টা পোস্ট করেই গুগলের কাছে আবেদন করে দেয়, আবার তাতেই অনেকেই Adsense পেয়েও যায়। আবার অনেকেই ৩০-৪০ টা পোস্ট দিয়েও পায় না।
এখানে নির্ভর করে আপনার কন্টেন্টের মানের উপর ধরনের উপর। আপনার সাইটে যদি ২৫-৩০ টা নিজের লেখা পোস্ট থাকে আর তা যদি গুগল সার্চ কনসোলে ইনডেক্স করা থাকে তাহলে আশা করা যায় আপনার AdSense পেতে কোন সমস্যা হবেনা।
সাইটে ইউজার ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি থিম ব্যহহার করতে হবে। তাহলে আশা করছি Low Value content সমস্যা আসবে না ।
ধন্যবাদ
Ok nice