12 Best Web Hosting Companies in Bangladesh | সেরা ১২ টি বাংলাদেশের ডোমেইন হোস্টিং কোম্পানি ২০২২

 ইন্টারনেটে আপনি যদি একটি ওয়েবসাইট প্রফেশনালভাবে করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে একটি ভালো মানের হোস্টিং। আর ভালো মানের হোস্টিং কেনার জন্য আমরা বিদেশমুখী হয়ে থাকি। কিন্তু সমস্যা আছে আমাদের পেমেন্ট নিয়ে। আমরা মাস্টার কার্ড অথবা পেপাল দিয়ে পেমেন্ট দিতে পারি না যার কারণে আমাদের বাংলাদেশ থেকে হোস্টিং নিতে হয় ।



 তো আজকে কথা বলব যে বাংলাদেশের ভিতরে আসলে কোন কোন হোস্টিং প্রোভাইডার তারা ভালো হোস্টিং প্রোভাইড করে । আমি বাংলাদেশের ভিতরে ভালো যে হোস্টিং প্রোভাইডার রয়েছে চেষ্টা করব সেই সকল হোস্টিং প্রোভাইডার এর সাইট নিয়ে কথা বলার জন্য এর পরও আপনার কাছে যদি মনে হয় যে আরো ভালো হোস্টিং প্রোভাইডার রয়েছে তবে সেটি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।


                                                         ”” ব্লগার ওয়েবসাইটে

                                                                  কিভাবে 

                                               বাংলা সময় ও তারিখ যোগ করবেন?””

Cheap Web Hosting Bangladesh

আপনি শুধু ভালো হোস্টিং প্রোভাইডার এর কথা চিন্তা করলেই হবে না। আপনাকেও কিন্তু ভালোমানের প্যাকেজ নিতে হবে। ধরুন আপনার ওয়েবসাইটটি যদি ব্লগ রিলেটেড হয় আমি সে ক্ষেত্রে অবশ্যই বলব আপনারা শেয়ার হোস্টিং না নিয়ে ক্লাউড হোস্টিং নিবেন ।
 আর আপনার সাইট যদি আরো ভালো স্পীড পেতে চান তাহলে ভিপিএস হোস্টিং নিতে পারেন অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতে চান সে ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে পারেন।

আপনি শুধু অল্প টাকার কথা চিন্তা করে শেয়ার হোস্টিং কিনলেন কিন্তু শেয়ার হোস্টিং মূলত আপনার ভালো সার্ভিস দিবে না যে যাই বলুক । 
আপনার সাইটের ট্রাফিক যদি খুব বেশি হয় সে ক্ষেত্রে আপনি VPS অথবা আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে পারেন । তবে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর ক্ষেত্রেও আবার ওয়ার্ডপ্রেস হোস্টিং নিবেন না ।

 তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে যত কথা বলব বাংলাদেশের ভালো যে ওয়েব হোস্টিং কোম্পানি গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আমার সাধ্যমত নিচে ভালো ওয়েব হোস্টিং কোম্পানি গুলোর নাম তুলে ধরছি এবং তাদের সম্পর্কে সামান্য কিছু বলো না আমি দিয়ে দিচ্ছি।


সেরা ১২ টি বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি

ওয়েব হোস্টিং কোম্পানি সংস্থা বা ব্যক্তিদের তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করার প্রস্তাব দেয় এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অ্যাক্সেস দেয়। এই কোম্পানিগুলি সাধারণত তাদের সার্ভারে স্টোরেজ সরবরাহ করে। সার্ভারগুলি ক্লায়েন্টদের মালিকানাধীন বা ব্যবহারের জন্য লিজ দেওয়া হতে পারে। হোস্টিং কোম্পানিগুলো শুধু জায়গাই দেয় না, ওয়েব নিরাপত্তার দায়িত্বও নেয়।

প্রতিটি দেশে, অনেক ওয়েব হোস্টিং কোম্পানি আছে। আপনি যদি বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং কোম্পানি খুঁজছেন, তাহলে আপনাকে স্বাগতম। আমরা বাংলাদেশের সেরা 10টি ওয়েব হোস্টিং কোম্পানির একটি তালিকা তৈরি করতে যাচ্ছি।

1. Web Host BD Cheap Web Hosting Bangladesh

এ পর্যায়ে ওয়েব হোস্টিং কোম্পানির কথা বলব সেটি হল ওয়েভস্টবিডি এটিও বাংলাদেশের ভেতর অন্যতম একটি হোস্টিং এবং ডোমেইন প্রোভাইডার কোম্পানি।ওয়েব হোস্ট বিডি 14 মে, 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়েব হোস্ট বিডি বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং কোম্পানি। আমরা বাংলাদেশে ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সার্ভিস প্রদান করি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সার্ভারগুলিকে বিভিন্ন পুরষ্কার বিজয়ী এবং শীর্ষ রেটযুক্ত ডেটা সেন্টারে পরিচালনা করি। ডেটা সুরক্ষা এবং সর্বোত্তম মানের হোস্টিং পরিষেবাগুলি নিশ্চিত করতে আমাদের সার্ভারগুলি হল SSD RAID এক৷ আমাদের কাছে কোনো গোপন তথ্য নেই। সর্বদা আমরা সর্বোচ্চ স্তরের হোস্টিং সার্ভারের মান বজায় রাখি।

2. Hosting Dokan বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি

হোস্টিং দোকান হল একটি ঢাকা, বাংলাদেশ ভিত্তিক ওয়েব হোস্টিং এবং ডোমেন রেজিস্ট্রেশন কোম্পানি। আমরা আমাদের গ্রাহকদের সর্বোত্তম মানের পরিষেবা নিশ্চিত করি। ছোট, ব্যক্তিগত, ই-কমার্স, এবং বৃহৎ পেশাদার ব্যবসায়িক পোর্টাল - প্রতিটি ধরনের ওয়েবসাইটের জন্য আমাদের একটি ওয়েব হোস্টিং পরিকল্পনা এবং ডোমেন নাম রয়েছে। হোস্টিং ডোকান বাংলাদেশের শীর্ষ ওয়েব ডেভেলপমেন্ট এবং হোস্টিং কোম্পানি। আমরা 24/7/365 সমর্থন সহ ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব সলিউশন, ওয়েব ডিজাইন, ওয়েব মার্কেটিং, ই-কমার্স এবং ওয়েব প্রোগ্রামিং সলিউশনে বিশেষীকরণ করছি।

3. Alpha Net Best Web Hosting Bangladesh

ভালো হোস্টিং এবং ডোমেইন  প্রোভাইড করার কথা যদি বলতে হয় তাহলে বলতেই হবে আলফানেটবিডি কথা। 2001 সাল থেকে আলফা নেট বাংলাদেশের শীর্ষস্থানীয় ওয়েব হোস্টিং কোম্পানি। সরকারের হাজার হাজারেরও বেশি ক্লায়েন্ট। & কর্পোরেট পর্যায়. বিজনেস এরিয়া হল ডেডিকেটেড সার্ভার, ভিপিএস, ওয়েব হোস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডোমেন রেজিস্ট্রেশন।

 মার্কিন যুক্তরাষ্ট্রে টায়ার 4 এবং 3 ডেটাসেন্টারে আলফা নেট-এর কেজ সুবিধা রয়েছে। লিনাক্স এবং উইন্ডোজ ভিত্তিক ডেডিকেটেড এবং শেয়ার্ড হোস্টিং উপলব্ধ। আলফা নেট এর অরল্যান্ডো ডেটাসেন্টারে পরবর্তী কর্পোরেট অফিস রয়েছে বাংলাদেশেও তিনটি (3) অফিস রয়েছে।


                                           ”Best 10 Captcha type jobs



4. HostMight Best Web Hosting Bangladesh

এ পর্যায়ে ডোমেইন এবং হোস্টিং কোম্পানির কথা বলব বাংলাদেশের ভিতরে ভালো আমার মতে সেটি হল HostMight। HostMight সারা বিশ্বে ডোমেইন হোস্টিং সেবা প্রদান করে। বাংলাদেশে, WebMight 2010 সালে কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত, তারা হোস্টিং সলিউশনে দারুণ ভূমিকা পালন করে আসছে।

তারা তাদের মানসম্মত সমাধানের কারণে বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এই কোম্পানি দ্বারা ব্যবহৃত মার্কিন ভিত্তিক ডেটাসেন্টার সুরক্ষিত প্রদান করতে সক্ষম।


5. Hosting Bangladesh Cheap Web Hosting Bangladesh

হোস্টিং বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়েব হোস্টিং কোম্পানিগুলির মধ্যে একটি। কোন সন্দেহ নেই যে তারা কর্পোরেট ওয়েব সলিউশনে দক্ষ। এছাড়াও, তারা তাদের স্ট্যান্ডার্ড হোস্টিং পরিষেবাগুলির বিনিময়ে খুব যুক্তিসঙ্গত মূল্য নেয়।

এছাড়াও, তারা ওয়েব প্রোগ্রামিং সলিউশন, সার্চ ইঞ্জিন প্রচার, ই-কমার্স, ওয়েব মার্কেটিং, ওয়েব ডিজাইন, বিজনেস ওয়েব সলিউশনের পাশাপাশি ওয়েব হোস্টিং-এ বিশেষজ্ঞ।

6. EyHost Ltd  Best Web Hosting Bangladesh 


EyHost Ltd. একটি পেশাদার ওয়েব হোস্টিং, ডোমেইন নাম নিবন্ধন এবং ক্লাউড সমাধান এবং নিরাপত্তা প্রদানকারী কোম্পানি। EyHost Ltd. 2011 সাল থেকে যাত্রা শুরু করেছে। EyHost দ্রুত, নির্ভরযোগ্য এবং নিরাপদ সার্ভারে ওয়েব হোস্টিংয়ের মতো প্রিমিয়াম এবং সন্তোষজনক পরিষেবা প্রদান করে। আমরা সারা বিশ্ব জুড়ে অনেক সন্তোষজনক ব্যক্তি, সংস্থা, ব্যবসা এবং স্বনামধন্য প্রতিষ্ঠানকে সর্বোত্তম মানের ওয়েব সাইট হোস্টিং পরিষেবা অফার করছি। একটি নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ ওয়েব হোস্ট হিসাবে, আমরা সম্পূর্ণ নিরাপদ এবং সাশ্রয়ী ওয়েব হোস্টিং সমাধান অফার করি।

7. ExonHost বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি

ExonHost 2009 সালে তার যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের একটি সুপরিচিত হোস্টিং কোম্পানি যেটি রিসেলার হোস্টিং, প্রিমিয়াম হোস্টিং এবং প্রাইভেট সার্ভার সমাধান প্রদান করে। কোম্পানিটি এন্টারপ্রাইজ-স্তরের সমাধান প্রদানের মধ্যে সীমাবদ্ধ।


এমনকি আপনি যদি অন্য হোস্ট থেকে ExonHost-এ যেতে চান, এটি আপনাকে বিনামূল্যে আপনার ফাইল স্থানান্তর করতে দেবে। তাদের প্রিমিয়াম হার্ডওয়্যার আপনাকে উচ্চ-পারফরম্যান্স পরিষেবা দিতে সক্ষম।

8. Hostever Cheap Web Hosting Bangladesh


Hostever 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানি RDP, VDS, VPS, রিসেলার হোস্টিং এবং ডোমেন রেজিস্ট্রেশন সহ ডেডিকেটেড সার্ভার প্রদান করে। এটি আশ্চর্যজনক পরিষেবা প্রদান করে। বাজার-নেতৃস্থানীয় ডেটা সেন্টারগুলির কারণে, এটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাদের পরিষেবাগুলি সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের।

হোস্টভার কখনই তার ক্লায়েন্টদের অসন্তুষ্ট করেনি। তাদের ডেডিকেটেড কাস্টমার কেয়ার সুনামধন্য। আপনি একটি 3-স্তর ডেটা ব্যাকআপ পেতে পারেন যদি আপনি অগ্রিম পরিকল্পনা চয়ন করেন। এছাড়াও, এই সংস্থাটি আজীবন বিনামূল্যের SSL শংসাপত্র অফার করে।




                                   ’’  লো ভ্যালু কন্টেন্ট 

9. Eicra Soft Limited Best Web Hosting Bangladesh

বাংলাদেশে, ওয়েব হোস্টিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডোমেইন নেম রেজিস্ট্রেশনে Eicra-এর দারুণ খ্যাতি রয়েছে। অন্যান্য ওয়েব হোস্টিং কোম্পানির মত, তারা বেশ কিছু প্যাকেজ অফার করে। এর মূল্য প্ল্যানটি 500 টাকা/বছর থেকে শুরু হয় এবং সর্বোচ্চ মূল্যের প্ল্যান হল BDT 25,000/বছর। আশ্চর্যজনকভাবে, এই কোম্পানির সার্ভার মাইএসকিউএল এবং পিএইচপি সমর্থন করে।


10. XeonBD বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি

এই হোস্টিং কোম্পানি 2005 সালে যাত্রা শুরু করে এবং তখন থেকেই  শক্তিশালী, নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং করে আসছে । বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে ডেটা সেন্টার বজায় রাখা। বাংলাদেশ ডাটা সেন্টার টিম XeonBD এর মালিকানাধীন এবং প্রকৌশলী। আমরা বলছি না যে আমরা শিল্পের নেতা, কিন্তু আমরা সেরা প্রযুক্তি এবং অতুলনীয় প্রযুক্তিগত সহায়তা অফার করছি।


11. Dianahost  Cheap Web Hosting Bangladesh

আমরা পরিশেষে যে ওয়েব হোস্টিং কোম্পানি রাখলাম সেটা হলো ডায়না হোস্টিং। ডায়না হোস্টিং খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে হোস্টিং সার্ভিস প্রোভাইডার হিসেবে। 2014 সালে তার যাত্রা শুরু করার পর থেকে, DianaHost তার বিভিন্ন গ্রাহকদের চাহিদা মেটাতে বিস্তৃত পরিসরের সমাধান প্রদান করেছে।

  তার ইংরেজি ভাষার ওয়েবসাইট অনুসারে, এই কোম্পানিটি প্রায় 4,000 গ্রাহকদের জন্য 750টিরও বেশি ওয়েবসাইট হোস্ট করেছে।

ডায়ানাহোস্টের পরিষেবাগুলির মধ্যে রয়েছে শেয়ার্ড হোস্টিং, ভার্চুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার, রিসেলার হোস্টিং, ডোমেন পরিষেবা, এসএসএল সার্টিফিকেট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং এসইও পরিষেবা।


                                              ” নতুন ব্লগাররা যে

12. Serverneed Cheap Web Hosting Bangladesh

বাংলাদেশে, ওয়েব হোস্টিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডোমেইন নেম রেজিস্ট্রেশনে Serverneed-এর দারুণ খ্যাতি রয়েছে। অন্যান্য ওয়েব হোস্টিং কোম্পানির মত, তারা বেশ কিছু প্যাকেজ অফার করে। এর মূল্য প্ল্যানটি 350 টাকা/বছর থেকে শুরু হয়
|

উপরে বাংলাদেশের যে সকল ভালো ওয়েব হোস্টিং কোম্পানি গুলো রাখা হয়েছে সেগুলো ইন্টারনেট এর রিভিউ অনুসারে এবং আমার জানামতে। এর বাইরে কিছু কোম্পানি থাকতে পারে তো আপনার যদি মনে হয় ওই কোম্পানিটি ভালো তাহলে অবশ্যই এই পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।


Which is the best hosting provider in Bangladesh?


অনেকেরই প্রশ্ন যে বাংলাদেশের মধ্য ভালো ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার কারা ? আসলে এভাবে উত্তর সঠিক বলা যাবে না । যে কারা তবে যদি বলতে হয় এইভাবে বলা যায় যে যারা একেবারে দীর্ঘদিন ধরে ডোমেইন এবং হোস্টিং প্রবাহিত করে আসছে তাদেরকেই ভালো বলতে হবে।

 কেননা তারা যদি ভালো না হতো তাহলে তারা এত দীর্ঘ দিন মার্কেটে থাকতে পারত না।  এরপর আসি আমাদের কিছু ভুল রয়েছে সেগুলো হলো আমরা সব সময় শুধু কম দামি ওয়েব হোস্টিং গুলো খুজে থাকি ।  এখানে অনেক কিছুর তফাৎ থাকে কারণ আপনি যদি 150 টাকায় হোস্টিং পেতে চান প্রতিমাসে তাহলে আপনাকে ঐ কনফিগারেশন হিসাবে কিন্তু তারা আপনার হোস্টিং প্রোভাইড করবে। 

 এখন তো আপনাকে  ভিপিএস বা ক্লাউড হোস্টিং দিবেনা । আপনাকে শেয়ার হোস্টিং দিবে আর যখনই আপনি শেয়ার হোস্টিং নিবেন আপনার সাইট মাঝে মাঝে স্লো করবে এটাই স্বাভাবিক। কেননা শেয়ার হোস্টিং মানেই আপনি শেয়ার ভাবে ব্যবহার করছেন। 


 ধরুন একটি কম্পিউটার 10 জনে মিলে ব্যবহার করছেন । এখন যখন একই সময়ে ব্যবহার করা শুরু করবে তখন আপনার ওয়েবসাইট অনেক স্লো হয়ে যাবে । আবার ওই 10 জনের ভিতরে যদি দেখা গেল সাতজন সাইট চালনা বা তাদের সাইটে ভিজিটর আসলো না ওই সময় আপনি মোটামুটি ভালোই স্পিড পাবেন । এখন যদি আপনি ওই হোস্টিং কোম্পানি কে দোষারোপ করেন যে আপনার হোস্টিং খারাপ এটা আমাদের ভুল । তাই আগে হোস্টিং কেনার পূর্বে অবশ্যই আপনি হোস্টিং সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।

হোস্টিং কেনার পূর্বে অবশ্যই আপনি দেখে নেবেন । আপনার ওই প্যাকেজ এর ভিতরে কি কি থাকছে যেমন ধরুন আপনি কোন সিপিইউ পাচ্ছেন এরপর রেম কত জিবি পাচ্ছেন এরপর আপনি কি এসএসডি নাকি বর্তমানে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন এনভি রয়েছে সেটি।

আর আপনি যদি হোস্টিং সম্পর্কে খুব বেশি ভালো না বোঝেন তাহলে অবশ্যই বর্তমানে বাংলাদেশে ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে যেখানে আপনাকে হেল্প করা হয় । সেই সকল গ্রুপে জয়েন করে আপনি প্রশ্ন করে ভালোভাবে জেনে বুঝে তারপরে কেবলমাত্র আপনি হোস্টিং ক্রয় করবেন শুধু শুধু কোন হোস্টিং কোম্পানি কে দোষারোপ না করাটাই ভালো।


Which web hosting is best for beginners?


অনেকেরই প্রশ্ন যে নতুন অবস্থায় বিগেনারদের জন্য আসলে কেমন হোস্টিং নেওয়া উচিত। আপনি যদি নতুন একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আমি বলব আপনি শেয়ার হোস্টিং দিয়ে শুরু করেন।  প্রথমত আপনি হোস্টিং সম্পর্কে আগে ভালোভাবে বুঝেন তো তার জন্য শেয়ার হোস্টিং দিয়ে শুরু করাটাই ভাল । 

কারন খুব অল্প টাকায় আপনি একটি ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন । তারপর যখন আপনি খুব ভালোভাবে ওয়েব হোস্টিং , নিজের সাইট সম্পর্কে বুঝবেন তখন আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেস হোস্টিং অথবা  ভিপিএস আর আপনার যদি বাজেট খুব ভালো হয় তাহলে অবশ্যই ডেডিকেটেড হোস্টিং নিবেন।

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown 11 April 2022 at 14:33

    titanium arts
    TATONIC ART sol.edu.kg CUSTOMING · TATONIC ROCKING communitykhabar T-TATONIC https://jancasino.com/review/merit-casino/ ROCKING T-TATONIC ROCKING T-TATONIC. This unique and original design is crafted https://febcasino.com/review/merit-casino/ with titanium metal trim the use of sustainable

Add Comment
comment url