নয় করোনা চাই করুণা মহান প্রভুর কাছে। বাংলা কবিতা।

চাই_করুণা
তামীম আহমদ সাদী
``````````````````````````````

নয় করোনা চাই করুণা
মহান প্রভুর কাছে,
যাঁর করুণায় সৃষ্টি সবাই
যাঁর করুণায় বাঁচে।

যাঁর করুণায় মুক্তি সবার
যাঁর করোনায় ত্রাস,
তাঁর হুকুমে রোগব্যাধি সব
তাঁর করুণায় হ্রাস।

তিনি হলেন স্রষ্টা সবার
তিনি রাযিক্ব-খালিক্ব,
তিনি বাঁচান তিনিই মারেন
তিনি সবার মালিক।
=================
রচনা:২০মার্চ'২০,শুক্রবার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url