আততায়ী প্রেম ! তুমি প্রেমকে ডাকো ভাবন-কবিতা;

1.আততায়ী প্রেম !
তুমি প্রেমকে ডাকো ভাবন-কবিতা;
দেয়ালের ইটে ইটে,
আমি এখানে দাঁড়িয়ে; স্মৃতিদের ছাইয়ে,
অভিমান লিখি ব্যর্থ কাগজে,কবিতার কংক্রিটে !


2.পানকৌড়ি
বলে যায় সন্ধ্যা- রাত যদি নামে !
দিনকে ভুলেছে কেউ কান্নার দামে !


3.পানকৌড়ি -
ছুঁয়ে দাও!
কঙ্কালে ফুল ফুটুক,
জীর্ণ ঠোঁটে ভ্রমর উড়ুক !


4.সীমান্তে দাঁড়িয়ে আমি সেদিন সীমান্ত দেখিনি !
দেখেছিলাম তোমার বুক জুড়ে শতক্রোশ বিস্তৃত মরুভূমির সমুদ্র,
আর নিজেকে পেয়েছিলাম মরু-গোলাপের মতো বিলুপ্তপ্রায় !


5.আমি চৈত্রের বৃক্ষ হতে ঝরে পড়া
ছিন্ন পত্র !
মুক্ত বিহঙ্গের মতো উড়ে আসবো
তোমার আঙিনায় !


6.জীবন আমাকে অসংখ্য মৃত্যুর
কারণ দিয়েছে - সুযোগ দেয়নি !


জীবনের এক সাঁঝের বেলায়; নষ্ট দিনের কষ্ট নিয়ে
তাকাবি কুড়ি বছর পেছন ফিরে !
হাজার স্মৃতি ধরবে ঘিরে !
কাঁইন্দা কাঁইন্দা বালিশ ভিজাইবা আমারে আর পাইবা কই..!..কাজুতি ?

#বাণীতে,,,,,Washik Farhan Talukdar
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url