রিলিক। বাংলা কবিতা।
রিলিক
আমায়ভুলে থাকতে শিখেছো
শিখিছো ভুলে থাকা..
নতুন পরিচয় তোমার আমার
হলো ভালবাসা_
আমায় ছেড়ে ভুলে কোথায়
আছো অচিন গায়ে..
তোমার লাগি তেমনি আমার
হৃদয় জ্বলে পোড়ে_
নতুন পরিবেশে তুমি
আছো ভালোই সুখে..
আমি তোমার প্রেম যাতনায়
দহনে যাই জলে_
যন্ত্রনাটা দেয় আমারে
বিরহেতে প্যারা..
চিতার আগুন যেমনি জ্বলে
তেমনি কলিজা পোড়া_
কিযে আগুন বুকের ভিতর
ক্ষণে ক্ষণে পোড়ে..
বারণ হয়না চৌখের কান্না
বিরহে যাই মরে_
"""
এ,এইচ মান্না।।
আমায়ভুলে থাকতে শিখেছো
শিখিছো ভুলে থাকা..
নতুন পরিচয় তোমার আমার
হলো ভালবাসা_
আমায় ছেড়ে ভুলে কোথায়
আছো অচিন গায়ে..
তোমার লাগি তেমনি আমার
হৃদয় জ্বলে পোড়ে_
নতুন পরিবেশে তুমি
আছো ভালোই সুখে..
আমি তোমার প্রেম যাতনায়
দহনে যাই জলে_
যন্ত্রনাটা দেয় আমারে
বিরহেতে প্যারা..
চিতার আগুন যেমনি জ্বলে
তেমনি কলিজা পোড়া_
কিযে আগুন বুকের ভিতর
ক্ষণে ক্ষণে পোড়ে..
বারণ হয়না চৌখের কান্না
বিরহে যাই মরে_
"""
এ,এইচ মান্না।।
Nice #kobita